
রাঙামাটি: পার্বত্য শহর রাঙামাটিতে অব্যাহত লোডশেডিং বন্ধ এবং শহরে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে বৃহস্পতিবার সকালে মানববন্ধন করেছে স্থানীয় জনতা।
বৃহস্পতিবার সকালে জেলা শহরের জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অনুষ্ঠিত এই মানববন্ধনে বক্তব্য রাখেন পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী, সাবেক মেয়র সাইফুল ইসলাম চৌধুরী ভূট্টো, উন্নয়নকর্মী ললিত সি চাকমা, বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আবু সৈয়দ, রাঙামাটি রেডক্রিসেন্ট এর সাধারন সম্পাদক জিসান বখতেয়ার, রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল।
মানববন্ধনে বক্তারা বলেন, রাঙামাটির মানুষের ত্যাগের মাধ্যমে যে কাপ্তাই জল বিদ্যুৎ প্রকল্পের সৃষ্টি সেই প্রকল্পের বিদ্যুৎ সারাদেশকে আলোকিত করলেও পার্বত্য রাঙামাটিবাসী বিদ্যুৎ থেকে বঞ্চিত। বক্তারা রাঙামাটিতে অব্যাহত লোডশেডিংয়ের জন্য বিদ্যুৎ বিভাগের গাফিলতিকে দায়ী করে অবিলম্বে সমস্যার সুরাহা করা না হলে আরো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।
প্রতিনিধি, সম্পাদনা- জাহিদুল ইসলাম