
প্রান্ত রনি, রাঙামাাটি: মহান বিজয় দিবস উপলক্ষে জেলায় ছাত্র ইউনিয়নের আয়োজনে ও সাংষ্কৃতিক ইউনিয়নের পরিবেশনায় ভ্রাম্যমাণ গণসংগীত অনুষ্টিত হয়েছি।
শুক্রবার বিকেল তিনটায় জেলা শিশু একাডেমীর সামনে থেকে গণ-সংগীত ও কবিতা আবৃতির মধ্য দিয়ে শুরু হয় ভ্রাম্যমাণ সাংষ্কৃতিক আয়োজন।
শিশু একাডেমী থেকে ট্রাকে করে রিজার্ভ বাজার, তবলছড়ি, আসামবস্তি, ভেদভেদী ও বনরুপাসহ শহরের প্রধান সড়ক ঘুরে বিভিন্ন স্থানে সংগীত পরিবেশন করেন তারা।
গণসংগীত পরিবেশনের শিল্পীরা হলেন-রণজিৎ পাটোওয়ারী বসু, ম্যারিলিন এ্যানি মারমা, চায়না পাটোওয়ারী, তুষার ধর ও শাওন বিশ্বাস।
ভ্রাম্যমাণ সংগীত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- প্রবীণ সাংবাদিক সুনীল কান্তি দে, জেলা সিপিবির সাধারণ সম্পাদক অনুপম বড়ুয়া শংকর, জেলা ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি সৈকত রঞ্জন চৌধুরী, সভাপতি অভিজিৎ বড়ুয়া, সাধারণ সম্পাদক মিশু দে, প্রান্ত রনি, শান্তনু বড়ুয়া, প্রসেনজিৎ বড়ুয়া ও নোবেল বড়ুয়া।
প্রান্ত রনি,রাঙামাটি, সম্পাদনা: জাহিদ