
রাঙামাটি: শহরের বিভিন্ন যায়গায় অভিযান চালিয়ে তিন মাদকসেবীকে আটক করেছে কোতয়ালী থানা পুলিশ। আটককৃতরা হলো কলিম (২২) পলাশ (২৫) ও হাবিব উল্লাহ (৩০)।
শনিবার রাত সাড়ে এগোরোটার দিকে সদর হাসপাতাল সংলগ্ন এলাকা থেকে গাঁজা ও ইয়াবা ট্যাবলেট সেবনের সময় হাতেনাতে এই তিন যুবককে আটক করা হয় বলে নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রশিদ। তিনি জানান, স্থানীয়দের মাধ্যমে গোপন সংবাদ পেয়ে হাসপাতাল এলাকাসহ রাঙামাটি শহরের বেশ কয়েকটি এলাকায় অভিযান পরিচালনা করি।
এসআই সৌরজিৎ বড়ুয়া ও এএসআই কাউছারকে সাথে নিয়ে পরিচালিত এই অভিযানে হাসপাতাল সংলগ্ন বাধেঁর মধ্যে বসে মাদক সেবনের সময় হাতেনাতে উক্ত তিন মাদকসেবীকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে কলিমের নামে আগেও একটি মাদকের মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি ছিলো। এছাড়া আটককৃতরা এলাকার নিয়মিত মাদক সেবী।
আটককৃতদের বিরুদ্ধে কোতয়ালী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন ওসি মোহাম্মদ রশিদ।
প্রতিবেদন: প্রান্ত রনি, সম্পাদনা: তুহিন সাইফুল