
রাঙামাটি: রাঙামাটি শহরের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে ভুয়া ব্যাংক গ্যারান্টি দেয়ার অভিযোগে দায়েরকৃত মামলায় গ্রেফতার হয়েছেন রূপালি ব্যাংক তবলছড়ি শাখার ব্যবস্থাপক রুমা বড়ুয়া। বুধবার দুপুরের দিকে শহরের তবলছড়িস্থ ব্যাংক থেকে তাকে গ্রেফতার করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তার বিরুদ্ধে রাঙামাটি পাবলিক কলেজ নির্মাণ কাজের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মাইশা এন্টারপ্রাইজকে ভুয়া ব্যাংক গ্যারান্টি দেয়ার অভিযোগে কোতয়ালি থানায় মামলা দায়ের করে দুদক।
এই মামলার প্রধান আসামি মাইশা এন্টারপ্রাইজের স্বত্তাধিকারি যুবলীগ নেতা মুজিবুর রহমান দীপু। একই মামলায় ২ নং আসামি হিসেবে ব্যাংকটির ব্যবস্থাপক রুমা বড়ুয়াকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের পার্বত্য অঞ্চল কার্যালয়ের উপ-পরিচালক শফিকুর রহমান ভূঁইয়া।
জানা গেছে, রাঙামাটি পাবলিক কলেজ নির্মাণের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মাইশা এন্টারপ্রাইজের বিরুদ্ধে নির্মাণ কাজে ধীরগতিসহ নানান অভিযোগ তদন্ত করতে গিয়ে প্রতিষ্ঠানটির দেয়া ব্যাংক গ্যারান্টিটি ভুয়া বলে নিশ্চিত হয়।
এর বাস্তবায়নকারি প্রতিষ্ঠান পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড। এরপরই তারা ঠিকাদারি প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। এরই প্রেক্ষিতে তদন্ত শেষে বৃহস্পতিবার মামলা দায়ের ও অভিযুক্ত ব্যাংক ব্যবস্থাপককে গ্রেফতার করা হলো। মামলার প্রধান আসামি মুজিবুর রহমান দীপুকেও গ্রেফতার করা হবে বলে জানিয়েছে দুদক। এর আগে পৃথক আরেকটি মামলায় গত ১৮ অক্টোবর রাঙামাটির গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী সুকোমল চাকমাকেও গ্রেফতার করেছে দুদক।
প্রতিবেদন: প্রান্ত রনি, সম্পাদনা: ইয়াসিন