রাঙ্গামাটিতে ৩০৫ পদাতিক ডিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী

রাঙ্গামাটি: বাংলাদেশ সেনবাহিনীর ৩০৫ পদাতিক ডিভিশনের ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যায় রাঙ্গামাটিস্থ সেনানিবাসে সুধী সমাবেশ, ইফতার পার্টি ও নৈশ ভোজের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধি প্রিয় লারমা, সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার, সাবেক উপমন্ত্রী মনিস্বপন দেওয়ানসহ চাকমা সার্কেল চিফ, উপজাতীয় নেতৃবৃন্দ, জেলা পরিষদ চেয়ারম্যান, জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ সমাশের বিভিন্ন পেশাজীবী মহলের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
সেনাবাহিনী ৩৪ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল জাহাঙ্গীর আলশ তালুকদার আগত অতিথিদের নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন।
নিউজনেক্সটবিডি ডটকম/এসপিকে/এসআই