Tuesday, September 27th, 2016
রাঙ্গামাটি থেকে হতাশা নিয়ে ফিরে যাচ্ছে হাজারো পর্যটক
September 27th, 2016 at 12:40 pm
রাঙ্গামাটি থেকে হতাশা নিয়ে ফিরে যাচ্ছে হাজারো পর্যটক

একেএম জহুরুল হক, রাঙ্গামাটি: পাহাড়ি জেলা রাঙ্গামাটিতে বছরের এই সময়টি থেকে শুরু হয় ব্যাপক হারে পর্যটক সমাগম। অথচ হ্রদ পাহাড়ের জেলা রাঙ্গামাটির প্রতি আগ্রহ কমে আসছে পর্যটকদের।

পর্যটন মৌসুমে প্রতিবছরই পর্যটকদের সরব উপস্থিতি থাকে লেক পাহাড়ের এ শহরে। প্রতিদিন হাজারো পর্যটকের আগমনে পর্যটন স্পটগুলো মুখরিত থাকলেও বর্তমানে রাঙ্গামাটিতে স্বতস্ফূর্তভাবে আগত পর্যটকগণ চরম হতাশা নিয়ে ফিরে যাচ্ছে।

পর্যটন এলাকায় অজ্ঞাতনামা হত্যাকান্ড, স্থানীয় সন্ত্রাসীদের উৎপাত, ঐতিহ্যবাহি রাজবন বিহারে পর্যটকদের আগমনে সংশ্লিষ্ট্য কর্তৃপক্ষের নিষেধ, ভান্ডারী পাহাড়ে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞাসহ নানাবিদ সমস্যার সাথে এবার যুক্ত হয়েছে ঝুলন্ত সেতু পানির নীচে ডুবে থাকা। এসব নানা কারণে রাঙ্গামাটিতে আগত পর্যটকরা অনেক আগ্রহ নিয়ে আসলেও ফিরে যাচ্ছে হতাশ হয়ে।

পর্যটক আগমন অনেকটা-ই কমে গেছে এবছর। ফলে হোটেল মোটেল ও রেস্টুরেন্ট ব্যবসা এখন গুনছে লোকসান। এমনকি এর প্রভাব পড়েছে টুরিস্টের সাথে জড়িত নৌযান ব্যবসায়। বেকার সময় পার করছে ব্যবসার সাথে জড়িত শত-শত জনবল।

waterfall

পাহাড়ের বৈচিত্রময় নৃতাত্বিক জনগোষ্ঠী ও তাদের সমৃদ্ধ সাংস্কৃতিক বৈশিষ্ট্যের জন্য রাঙ্গামাটি শহর দেশি বিদেশী পর্যটকদের কাছে অনেক বেশি আকর্ষনীয় হলেও সাম্প্রতিক সময়ে পরিসংখ্যান বলে প্রতিবছরই কমছে রাঙ্গামাটিতে পর্যটকদের সংখ্যা। তার মধ্যে বিদেশী পর্যটকদের সংখ্যা একেবারে তলানিতে। পর্যটন শহর রাঙ্গামাটিকে ঘিরে বিভিন্ন সময় নানাবিধ সমস্যা তৈরি হওয়ায় পর্যটক কমছে বলে ধারনা স্থানীয়দের।

এখানকার যানবাহন ব্যবস্থা একেবারে নাজুক। স্থানীয় মালিক সমিতির দৌরাত্বের কারণে আধুনিক বিলাস বহুল যানবাহনের সংখ্যা একেবারে হাতেগোনা। তবে রাঙ্গামাটি -চট্টগ্রাম রুটে যে যানবাহনগুলো চলাচল করে সেগুলো নিয়ে যাত্রীদের নানান অভিযোগ রয়েছে। মান্ধাত্বার আমলে যানবাহন দিয়ে এ রুটে চলছে যাত্রী সেবা। প্রায় দূর্ঘটনায় পতিত হওয়া এসব যানবাহনগুলোর ফিটনেস নিয়েও অভিযোগ দীর্ঘদিনের। তাছাড়া, শহরে সিএনজি চালিত ভাড়া নিয়েও আপত্তি পর্যটকদের। বেশির ভাগ পর্যটন জানান, এখানকার অভ্যন্তরীন সিএনজি ভাড়াটা বেশি। চট্টগ্রাম থেকে রাঙ্গামাটি আসতে যে পরিমান ভাড়া দিতে হতে হয়, মাত্র দুই থেকে তিন কিলোমিটার ঘুরতে সে তুলনায় দ্বিগুনের বেশি ভাড়া গুনতে হয়।

বগুড়া থেকে আগত পর্যটক দম্পতি সালাউদ্দিন আক্ষেপ করে বলেন, রাঙ্গামাটিতে এসে লাভ কি?  ঝুলন্ত সেতু পানির নীচে,  টুরিস্ট স্পটগুলো যেমন তেমন,  সিএনজির ভাড়া আকাশচুম্বি,  হোটেলগুলোর মান ভাল না। সন্ধ্যার পর বিনোদনবিহীন শহর। যানবাহনে যে সার্ভিস,  ভয়ে বুক কাঁপে। এই পর্যটক দম্পতির মতই হিসাব নিকাশ করতে গিয়ে হ্রদ পাহাড়ের জেলা রাঙ্গামাটির প্রতি আগ্রহ কমে আসছে পর্যটকদের।

rangamati-hanging-brize

শহরে কিছু কিছু ভাল হোটেল,  রেস্টুরেন্ট গড়ে উঠলেও বেশিরভাগ হোটেল রেস্টুরেন্টের মান এখনও সেকেলে। হোটেলগুলোকে ঘিরে গত কয়েকবছরে পর্যটকদের সাথে কিছু অপ্রীতিকর ঘটনা সৃষ্টি হওয়ায় কমছে পর্যটকদের সংখ্যা। তাছাড়া পর্যটন এলাকায় কয়েকটি হত্যাকান্ড ভীতি ও নেতিবাচক প্রভাবও পড়েছে পর্যটকদের মধ্যে। প্রতিবছর বিশ্ব পর্যটন দিবসে সংশ্লিষ্ট বিভাগগুলো পর্যটন উন্নয়নে নানা উদ্যোগের কথা বলে আসলেও তার বাস্তবায়নের ছিটেফোঁটাও লক্ষ্য করা যায়নি।

এরই মধ্যে মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সারাবিশ্বের ন্যায় পার্বত্য জেলা রাঙামাটিতেও পালন করা হচ্ছে বিশ্ব পর্যটন দিবস। দিসবটি উপলক্ষে রাঙ্গামাটি জেলা পরিষদ,  পর্যটন কর্পোরেশন ও স্থানীয় ব্যবসায়ীরা নিয়েছে নানা উদ্যোগ।

এ বিষয়ে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা বলেন, পর্যটন উন্নয়নে প্রায ১০০ কোটি টাকার প্রকল্প হাতে নেয়া হয়েছে। ইতিমধ্যে কনসালটেন্ট নিয়োগ দেয়া হয়েছে। আগামী ডিসেম্বরে প্রতিবেদন জমা দেয়ারপর কাজ শুরু করা হবে। তিনি বলেন, আগামী দুই থেকে তিনবছরের মধ্যে রাঙ্গামাটি একটি অন্যতম পর্যটন শহর হিসেবে ব্যাপক পরিচিতি লাভ করবে।

সংশ্লিষ্ট্য ব্যবসায়িদের অভিযোগ, বিগত কয়েক বছর ধরেই রাঙামাটির ব্রান্ড ঝুলন্ত সেতুটি কাপ্তাই হ্রদের অব্যাহত পানি বৃদ্ধির কারনে ডুবে যায়। এই সমস্যার কারনে এখানে আসা পর্যটকগণ সেতুতে উঠতে পারেনা এবং এর সৌন্দর্য্য উপভোগ করতে পারে না। পর্যটকরা এখানে না আসার কারনে পর্যটক ঘাটে নিয়োজিত থাকা অন্তত শতাধিক দেশীয় ইঞ্জিন বোট চালক বেকার হয়ে পড়েছে।

এদিকে রাঙামাটির কাপ্তাই হ্রদের পানি না কমানোয় এই ধরনের সমস্যার সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন পর্যটন কর্তৃপক্ষ।

রাঙামাটি পর্যটন কর্পোরেশন এর ম্যানেজার অলোক বিকাশ চাকমা জানিয়েছেন,  ঝুলন্ত সেতুটি দেখতে প্রতিদিনই হাজারো পর্যটকের আগমন ঘটে পর্যটন এলাকায়। এ থেকে বিপুল পরিমাণ রাজস্বও আয় হয়। কিন্তু বিগত এক সপ্তাহ থেকে অদ্যবধি ঝুলন্ত সেতু পানির নীচে ডুবে আছে। তাই বর্তমানে পর্যটকদের আগমন একদম কমে গেছে,  মোটেলেও বুকিং নেই,  এখানের ব্যবসায়িরাও বর্তমানে এক্কেবারে বেকার সময় কাটাচ্ছে।

তিনি জানান,  আমরা উদ্বর্তন কর্তৃপক্ষকে পানি কমানোর বিষয়টি লিখিত আকারে জানিয়েছি। এছাড়াও ঝুলন্ত সেতুটি সংস্কার করে আরো একটু উপরের দিকে কিভাবে স্থাপন করা যায় সে ব্যাপারেও উদ্বর্তন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

rangamati-1jpg

রাঙামাটি শহরের আবাসিক হোটেল মালিক সমিতির নেতা নেসার উদ্দিন জানিয়েছেন, বর্তমান সময়ে আমাদের রাঙামাটিতে আশানুরূপ পর্যটকের আগমন ঘটেনি। এই সময়ে কিছু কিছু পর্যটকের আগমন ঘটলেও রাঙামাটির ব্রান্ড ঝুলন্ত সেতু পানির নীচে ডুবে থাকাসহ রাজবন বিহার এলাকায় পর্যটকদের ভ্রমনে নিষেধাজ্ঞা দেওয়ায় পর্যটকরা হতাশ দিনে এসে দিনেই চলে যাচ্ছে। এতে করে বিপুল অংকের ক্ষতির সম্মুখিন হতে হচ্ছে ব্যবসায়িদের। এই সময় সময়ে কাপ্তাই হ্রদের পানি ছেড়ে দিয়ে ঝুলন্ত সেতুটি সংস্কার করার দাবিও জানিয়েছেন।

বেশিরভাগ পর্যটক মনে করেন হ্রদ ও পাহাড়ের মিশ্রনে অপূর্ব জেলা রাঙ্গামাটিকে সঠিক পরিকল্পনার মাধ্যমে পর্যটন শহর হিসেবে গড়ে তুলতে পারলে লাভ হবে সরকার ও স্থানীয় জনগণের। যে পর্যটন স্পটগুলো রয়েছে সেগুলোকে আধুনিক করা, পর্যাপ্ত টুরিস্ট স্পট স্থাপন, নিরাপত্তা ব্যবস্থা জোরদার,  শহরের বিনোদনের ব্যবস্থা নেয়া, স্থানীয়দের ঐতিহ্যবাহী সংস্কৃতি ও তৈরিকৃত উপকরণ পর্যটকদের মাঝে উপস্থাপন, অবাধে চলাফেরার ব্যবস্থা গ্রহণ করা গেলে রাঙামাটিতে আবারো আগ্রহী হয়ে উঠবে পর্যটকরা। পর্যটন ব্যবসাকে কেন্দ্র করে অর্থনেতিকভাবে লাভবান হবে এ অঞ্চলের মানুষ।

সম্পাদনা: শিপন আলী


সর্বশেষ

আরও খবর

করোনায় আরও ৩০ জনের মৃত্যু, ৭৮ দিনের মধ্যে সর্বোচ্চ শনাক্ত

করোনায় আরও ৩০ জনের মৃত্যু, ৭৮ দিনের মধ্যে সর্বোচ্চ শনাক্ত


ঢাবি ছাত্রী ধর্ষণ মামলায় মজনুর যাবজ্জীবন কারাদণ্ড

ঢাবি ছাত্রী ধর্ষণ মামলায় মজনুর যাবজ্জীবন কারাদণ্ড


মানুষের জন্য কিছু করতে পারাই আমাদের রাজনীতির লক্ষ্য: প্রধানমন্ত্রী

মানুষের জন্য কিছু করতে পারাই আমাদের রাজনীতির লক্ষ্য: প্রধানমন্ত্রী


আনিসুল হত্যা: মানসিক স্বাস্থ্য ইন্সটিটিউটের রেজিস্ট্রার গ্রেপ্তার

আনিসুল হত্যা: মানসিক স্বাস্থ্য ইন্সটিটিউটের রেজিস্ট্রার গ্রেপ্তার


পাওয়ার গ্রিডের আগুনে বিদ্যুৎ-বিচ্ছিন্ন পুরো সিলেট, ব্যাপক ক্ষতি

পাওয়ার গ্রিডের আগুনে বিদ্যুৎ-বিচ্ছিন্ন পুরো সিলেট, ব্যাপক ক্ষতি


দুইদিনের বিক্ষোভের ডাক বিএনপির

দুইদিনের বিক্ষোভের ডাক বিএনপির


বাস পোড়ানোর মামলায় বিএনপির ২৮ নেতাকর্মী রিমান্ডে

বাস পোড়ানোর মামলায় বিএনপির ২৮ নেতাকর্মী রিমান্ডে


অবশেষে পাঁচ বছর পর নেপালকে হারালো বাংলাদেশ

অবশেষে পাঁচ বছর পর নেপালকে হারালো বাংলাদেশ


মাইন্ড এইড হাসপাতালে তালা, মালিক গ্রেপ্তার

মাইন্ড এইড হাসপাতালে তালা, মালিক গ্রেপ্তার


অবশেষে গ্রেফতার হলো এসআই আকবর

অবশেষে গ্রেফতার হলো এসআই আকবর