রাজধানীতে অজ্ঞান পার্টির ৮ সদস্য আটক

ঢাকা: রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অজ্ঞান পার্টির ৮ সদস্যকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত এ অভিযান চালানো হয়।
ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের ডিসি মাসুদুর রহমান নিউজনেক্সটবিডি ডটকমকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘রজমান ও ঈদ উপলক্ষে রাজধানীতে অজ্ঞান পার্টির দৌরাত্ম বন্ধে বিশেষ অভিযান চলছে। ওই অভিযানেই আটজনকে আটক করা হয়েছে।’
মঙ্গলবার ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।
নিউজনেক্সটবিডি ডটকম/পিএসএস/এমএস/এসআই