রাজধানীতে অজ্ঞান পার্টির ২৪ সদস্য আটক

ঢাকা: রাজধানীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে অজ্ঞান পার্টির ২৪ সদস্যকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার দিবাগত রাতভর অভিযানে তাদের আটক করা হয়। এ সময় আটক ব্যাক্তিদের কাছ থেকে মাদক জাতীয় নানা দ্রব্য উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া সেন্টারের উপকমিশনার (ডিসি) মাসুদুর রহমান। তিনি জানান, তাদের সম্পর্কে বিস্তারিত তথ্য সকাল সাড়ে ১১টার দিকে সংবাদ সম্মেলনে জানানো হবে।
নিউজনেক্সটবিডি ডটকম/এসপিকে/এসআই