রাজধানীতে অস্ত্রসহ গ্রেপ্তার ৭

ঢাকা: বড় ধরনের অপরাধ সংগঠনের জন্য অপরাধীরা সংগঠিত হচ্ছে। এ রকম ৭ অপরাধীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিদেশি পিস্তল, গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। রোববার সকালে মহানগর পুলিশের এক মুঠোফোন বার্তায় এ তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, শনিবার দিবাগত রাতে রাজধানীর ওয়ারী এলাকায় অভিযান পরিচালনা করা হয়। ওই সময় তাদের গ্রেপ্তার করা হয়। তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। এ ব্যাপারে দুপুরে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।
নিউজনেক্সটবিডি ডটকম/এমএস/এসআই