রাজধানীতে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার

ঢাকা: রাজধানীর মুগদা এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে দেশি অস্ত্রসহ ছয় জনকে গ্রেফতার করেছে ডিএমপি’র কাউন্টার টেরোরিজম ইউনিটের একটি দল।
গ্রেফতারকৃতরা হলেন, শাহ আলম (২৮), চান মিয়া (৪৫), জাহাঙ্গীর (৪০), রিপন (২৬), নাঈম (২৪) ও শামসুল (৫০)।
ডিএমপি’র অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) মোহাম্মাদ ইউসুফ আলী জানান, কাউন্টার টেরোরিজমের এসআই ফাহেদ উদ্দিন গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় মুগদা থানার বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়াম এলাকায় অভিযান চালায়। এসময় ডাকাতির প্রস্তুতিকালে ৬জনকে গ্রেফতার করা হয়।
তিনি জানান, গ্রেফতারকৃতদের কাছে থেকে ৩টি চাপাতি, ৩টি চাকু ও ১টি মাইক্রোবাস উদ্ধার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মুগদা থানায় নিয়মিত মামলা হয়েছে।
বিজ্ঞপ্তি, সম্পাদনা: আইরিন খাতুন, জাহিদুল ইসলাম