রাজধানীতে অস্ত্র-গুলিসহ ‘ভারতীয়’ নাগরিক গ্রেপ্তার

ঢাকা: রাজধানীর গাবতলী থেকে অস্ত্র ও গুলিসহ এক ভারতীয় অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।
মঙ্গলবার সকালে ডিএমপির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এসএমএস বার্তায় এই তথ্য জানানো হয়।
সেখানে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে গাবতলী এলাকা থেকে খাইরুল নামের ওই ভারতীয় অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করে ডিবি। তার কাছে ১০টি আগ্নেয়াস্ত্র, ৩৫টি গুলি ও ১২টি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে।
ডিএমপির গণমাধ্যম শাখার উপকমিশনার (ডিসি) মাসুদুর রহমান জানান, ধারণা করা হচ্ছে, ভারতীয় সীমান্তবর্তী এলাকা থেকে অস্ত্রগুলো বিক্রির জন্য ঢাকায় এনেছিলেন তিনি।
ডিএমপি ঘটনার বিস্তারিত জানায়নি। বিস্তারিত তথ্য জানাতে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন হওয়ার কথা রয়েছে।
গ্রন্থনা: ময়ূখ ইসলাম, মাহতাব শফি