
ঢাকা: রাজধানীতে আবারো বিলাসবহুল গাড়ি জব্দ করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। সোমবার সকালে রাজধানীর কুড়িল বিশ্বরোড থেকে মার্সিডিজ বেঞ্জ গাড়িটি জব্দ করা হয়।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান জানান, সকালে কুড়িল বিশ্বরোড এলাকা থেকে শুল্কমুক্ত সুবিধায় আমদানি করা একটি বিলাসবহুল গাড়ি মার্সিডিজ বেঞ্জ জব্দ করা হয়।
এ নিয়ে ২৪ ঘন্টায় রাজধানীর বারিধারা এবং কুড়িল থেকে ৫টি বিলাসবহুল গাড়ি জব্দ করা হয়েছে।
এর আগে রোববার রাজধানীর বারিধারা থেকে পরিত্যক্ত অবস্থায় আরো ৪টি বিলাসবহুল গাড়ি জব্দ করেছে শুল্ক গোয়েন্দারা। এসব গাড়ির মধ্যে রয়েছে দুটো সিডান ও দুটো জিপ। প্রযোজ্য শুল্কসহ গাড়িগুলোর মোট মূল্য প্রায় ১০ কোটি টাকা।
সিডান গাড়িগুলো হলো, অডিএ৫ ও মার্সিডিজ ই২৪০ আর দুটো জিপের একটি মার্সিডিজ এমএল৩৫০ ও অপরটি বিএমডব্লিউ এক্স৫।
নিউজনেক্সটবিডি ডটকম/আইকে/ওয়াইএ