
ঢাকা: রাজধানীর কলাবাগান, মোহাম্মদপুর, শ্যামলী, ধানমন্ডি, আগারগাঁ এবং ঢাকার মানিকগঞ্জ, ধামরাই, সাভার, আমিনবাজার ও আশুলিয়ার আশপাশে কয়েকটি এলাকায় যান্ত্রিক ত্রুটি মেরামতের জন্য গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। শনিবার সকাল থেকে শুরু হওয়া এ পরিস্থিতি আগামী ২৪ ঘণ্টা পর্যন্ত স্থায়ী হতে পারে বলে জানিয়েছে গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠান তিতাস।
গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের (জিটিসিএল) আশুলিয়া প্রান্তের একটি ট্রান্সমিশন লাইনের ভালভ পরিবর্তন করার কারণে এসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে।
তিতাসের এক মোবাইল এসএসএসে জানানো হয়, মেরামত কাজ চলমান থাকার কারণে আশুলিয়া, সাভার, আমিনবাজার, গাবতলী, মিরপুর, পাইকপাড়া, পীরেরবাগ, কল্যাণপুর, শ্যামলী, রিংরোড, মনসুরাবাদ, কাদিরাবাদ, মোহাম্মদপুর, লালমাটিয়া, ধানমন্ডি, আজিমপুর, হাজারীবাগ ও এসব এলাকার আশ-পাশের সংযোগে গ্যাস সরবরাহ বিঘ্নিত হতে পারে বা গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।
ঢাকায় তিতাসের আবাসিক সংযোগ রয়েছে প্রায় ২৮ লাখ। এর বাইরে শিল্পে ও কলকারখানায় গ্যাস দেয় সরকারি সংস্থাটি।
গ্রন্থনা ও সম্পাদনা: এম কে আর