রাজধানীতে ছুরিকাঘাতে যুবক নিহত

ঢাকা: রাজধানীর হাজারীবাগ এলাকায় ছুরিকাঘাতে আহত মো. রাসেল (২৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বুধবার দিবাগত রাত ১২টায় তার মৃত্যু হয় বলে জানিয়ছেন ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া।
রাসেল হাজারীবাগের কালীনগর এলাকায় থাকতেন। তিনি বাসের হেলপার ছিলেন। পুলিশ জানায়, একই দিন রাত ১০টার দিকে ঝাউচর এলাকায় পূর্বশত্রুার জের ধরে স্থানীয় মুন্সি স্বপন নামে এক ব্যক্তি রাসেলকে বুকে ও দুই পায়ে ছুরিকাঘাত করে।
পরে আরিফ নামে আরেকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টার দিকে চিকিৎসক রাসেলকে মৃত ঘোষণা করেন।
নিউজনেক্সটবিডি ডটকম/আইকে/এসআই