রাজধানীতে জাল ডলার বিক্রি চক্রের ৭সদস্য আটক

ঢাকা: রাজধানীতে অভিযান চালিয়ে অজ্ঞান পার্টি ও জাল ডলার বিক্রি চক্রের সদস্য সন্দেহে সাতজনকে আটক করেছে পুলিশ। মোহাম্মদপুর এলাকায় রোববার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনারের (ডিসি) মো. মাসুদুর রহমান নিউজনেক্সটবিডি ডটকমকে এ তথ্য জানান। এ বিষয়ে দুপুরে সংবাদ সম্মেলন করার কথা রয়েছে।
নিউজনেক্সটবিডি ডটকম/এমএস/এসআই