রাজধানীতে ডাকাত-গাড়ি চক্রের ৭ সদস্য আটক

ঢাকা: রাজধানীর তেজগাঁও এলাকা থেকে আন্তঃজেলা ডাকাত দল ও গাড়ি চুরি চক্রের সাত সদস্যকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। সোমবার দিবাগত রাতে তাদের আটক করা হয়।
এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও বেশ কয়েক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। সোমবার দিবাগত রাতে তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক মিজানুর রহমান।
মঙ্গলবার র্যাব-২ এর পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেফতারকৃতরা আন্তঃজেলা ডাকাত দল ও গাড়ি চুরি চক্রের সক্রিয় সদস্য। তাদের কাছ থেকে অস্ত্র-গুলি ও চোরাই গাড়ি উদ্ধার করা হয়েছে।
নিউজনেক্সটবিডি ডটকম/ওয়াইএ/পিএসএস