রাজধানীতে পাচারকারীচক্রের ৯ সদস্য গ্রেফতার

ঢাকা: রাজধানীর বিমানবন্দরসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে মালয়েশিয়া এবং সাইপ্রাস পাচারকালে ৯ জনকে উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৩। এসময় মানবপাচারকারী চক্রের ৯ সদস্যকে মুক্তিপণের টাকাসহ গ্রেফতার করা হয়।
মঙ্গলবার রাতে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করার পর বুধবার সকালে র্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক কামান্ডার মুফতি মাহমুদ খান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘গ্রেফতার হওয়া মানবপাচারকারী সদস্যদের কাছ থেকে বিপুল পরিমাণ পাসপোর্ট, জাল ভিসা, জাল সিল ও জাল ভিসা তৈরির সরঞ্জামাদি জব্দ করা হয়েছে।
আজ দুপুরে কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ সম্পর্কে বিস্তারিত জানানো হবে।
সম্পাদনা: জাবেদ চৌধুরী