
ঢাকা: রাজধানীতে পৃথক অভিযান চালিয়ে ৩ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএপি)।
মঙ্গলবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) জনসংযোগ বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান নিউজনেক্সটবিডি ডটকম’কে এ তথ্য জানান।
তিনি জানান, সোমবার দিবাগত রাতে ওয়ারী এলাকা অভিযান চালিয়ে ইয়াবা তৈরির মেশিন ও বিপুল পরিমাণ ইয়াবা তৈরির কেমিক্যালসহ একজনকে আটক করা হয়।
এদিকে যাত্রাবাড়ী এলাকা থেকে জাল স্ট্যাম্পসহ নাসিম (২৪) ও রফিকুল ইসলাম (৬০) নামে দুইজনকে গ্রেফতার করা হয়েছে।তাদের কাছ থেকে ৩৮ হাজার টাকা মূল্যের জাল স্ট্যাম্প উদ্ধার করা হয়।
যাত্রাবাড়ি থানার উপ-পরিদর্শক (এসআই) বিল্লাল আল আজাদ জানান, সোমবার রাতে দক্ষিণ যাত্রাবাড়ীর শহীদ ফারুক রোডে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নাসিমের বাড়ি কুড়িগ্রাম জেলায় ও রফিকুল ইসলামের বাড়ি পটুয়াখালী জেলায়। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।
প্রতিবেদন: প্রীতম সাহা সুদীপ, সম্পাদনা: প্রণব