
ঢাকা: রাজধানীর পল্লবী থানার কালশী এলাকায় ডিবি পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুইজন সন্দেহভাজন জঙ্গি নিহত হয়েছেন। তাদের পরিচয় এখনো জানা যায়নি।
মঙ্গলবার ভোর রাতে সেহেরির কিছু সময় আগে এ ঘটনা ঘটে বলে নিউজনেক্সটবিডি ডটকমকে জানান পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন।
ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের ডিসি মাসুদুর রহমান নিউজনেক্সটবিডি ডটকমকে জানান, নিহত দুই জন উত্তরবঙ্গ থেকে আসা জেএমবি নেতা। তাদের আসল পরিচয় জানার চেষ্টা চলছে।
তিনি বলেন, ‘গোয়েন্দা পুলিশের (ঢাকা দক্ষিণ) একটি অভিযানের সময় সন্দেহভাজন ওই জঙ্গিরা গুলি ছুড়লে পুলিশও আত্মরক্ষার জন্য পাল্টাগুলি চালায়। গুলি বিনিময়ে ওই দুই জন নিহত হন। নিহতদের লাশ ঢামেক মর্গে রাখা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি পিস্তল, তিনটি গুলি ও তিনটি হাতবোমা উদ্ধার করেছে।’
এসআই আনোয়ার জানান, ওই এলাকায় আগে থেকে চার-পাঁচজন সন্ত্রাসী অবস্থান করছিল। গোপন তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশ অভিযান চালালে সন্ত্রাসীরা উপস্থিতি টের পেয়ে পাল্টা-হামলা চালায়। ডিবিও পাল্টা হামলা চালালে বন্দুকযুদ্ধে ২জন নিহত হন, বাকিরা পালিয়ে যান।
এসআই আনোয়ার বলেন, ‘নিহতদের নাম পরিচয় জানা যায়নি। তাদের একজনের আনুমানিক বয়স ৩২ ও আরেকজনের ৪৫।’
কালশীর লোহার ব্রিজের পাশ থেকে মরদেহ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় বলেও জানান তিনি।
নিউজনেক্সটবিডি ডটকম/পিএসএস/এমএস/এসআই