রাজধানীতে বন্দুকযুদ্ধে নিহত ২

ঢাকা: রাজধানীর আফতাব নগরে গোয়েন্দা পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন ২ জন। বুধবার রাত সোয়া তিনটার দিকে এই ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে পিস্তল, গুলি, গাঁজা ও একটি মাইক্রোবাস উদ্ধার করা হয়।
নিহতরা হলেন টারজান মনির ও শাহেন শাহ। তারা মাদক ব্যবসার সাথে জড়িত ছিলো বলে জানায় পুলিশ।
বুধবার রাতে পুলিশের কাছে মাদক ব্যবসায়ীদের মাদক বেচাকেনার খবর আসে। খবরের ভিত্তিতে তারা রাজধানীর আফতাব নগরে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে তারা একটি মাইক্রোবাস থেকে পুলিশের উপড় গুলি ছুড়ে। এতে পুলিশ ও পাল্টা গুলি ছুড়ে। এতে ঘটনা স্থলে আহত হন ২ জন।
আহত দুজনকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
নিজস্ব প্রতিবেদক, সম্পাদনা: শামীম ইশতিয়াক