রাজধানীতে ‘বন্দুকযুদ্ধে’ নিহত এক

ঢাকা: রাজধানীর রামপুরা থানাধীন পূর্ব রামপুরার বালুর মাঠ এলাকায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৩ এর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তি নিহত হয়েছেন।
বুধবার দিবাগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম-পরিচয় পাওয়া যায়নি।
ঢাকা মেডিকেল কলেজ(ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাত সোয়া একটার দিকে নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে ঢামেকে আনা হয়।
নিউজনেক্সটবিডি ডটকম/এসপিকে/এসআই