
ঢাকা: রাজধানীর আগারগাঁও শেরেবাংলা নগরে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’অইদুল ওরফে মামা সাগর (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার রাত ২টার দিকে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উত্তর পাশের রাস্তায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। র্যাব-২ এর অধিনায়ক (সিও) লে. কর্নেল মহিউদ্দিন নিউজনেক্সটবিডি ডটকমকে এ তথ্য বিষয় নিশ্চিত করেছেন।
তিনি জানান, অইদুল শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের পাশে অবস্থান নিয়েছে জানতে পেরে র্যাব এ অভিযান চালায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে অইদুল ও তার সহযোগীরা র্যাবকে লক্ষ্য করে গুলি করে।
র্যাবও পাল্টা গুলি চালায়। পরে সেখান থেকে অইদুলের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঘটনাস্থল থেকে অস্ত্র উদ্ধার করা হয়েছে।
এ সময় র্যাবের দু’জন গুলিবিদ্ধ হয়েছেন বলে দাবি করা হয়েছে। তারা হলেন, র্যাব-২ এর এএসআই হাসিবুল ও জিয়া নামে এক সৈনিক। তাদের চিকিৎসা দেয়া হয়েছে। নিহতের বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলাও রয়েছে ।
নিউজনেক্সটবিডি ডটকম/এমএস/এসআই