রাজধানীতে বন্দুকযুদ্ধে মাদকব্যবসায়ী নিহত

ঢাকা : রাজধানীর কদমতলী এলাকার ওয়াসার সামনে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে এক মাদকব্যবসায়ী নিহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় জানাতে পারেনি র্যাবে।
র্যাবের লিগ্যাল এন্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান জানান, শুক্রবার ভোরে এ ঘটনা ঘটে।
এ সময় ঘটনাস্থল থেকে ১টি বিদেশি পিস্তল, ১ রাউন্ড গুলি, ৫১০ পিস ইয়াবা ও নেশা জাতীয় ইনজেকশান ১৪টি প্যাথোডিন উদ্ধার করা হয় বলেও জানান তিনি।
নিউজনেক্সটবিডি ডটকম/এসপিকে/এমএস