১০ হাজার ইয়াবাসহ আটক ২

ঢাকা: রাজধানীর দারুসসালাম থানা এলাকা থেকে ১০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (পশ্চিম) বিভাগ। শুক্রবার দুপুরে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মাসুদুর রহমান নিউজনেক্সটবিডি ডটকম’কে এ তথ্য জানান।
তিনি বলেন, বৃহস্পতিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর দারুসসালাম থানাধীন বিএডিসি উচ্চ বিদ্যালয়ের সামনের রাস্তা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- মো. সাগর আহম্মেদ ওরফে বাহার (৩৭) ও মো জাবেদ হোসেন (৩০)।
মাসুদুর রহমান বলেন, আটকরা জিজ্ঞাসাবাদে জানায় তারা কক্সবাজার জেলার টেকনাফ সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকায় নিয়ে আসতেন। তারা রাজধানীর বিভিন্ন এলাকার মাদক ব্যবসায়ীদের কাছে পাইকারী ও খুচরা হিসেবে বিক্রি করতেন। আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
নিউজনেক্সটবিডি ডটকম/পিএসএস/এসজি