রাজধানীতে ২১ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ঢাকা: রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ২১জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
বুধবার সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. মাসুদুর রহমান নিউজনেক্সটবিডি ডটকমকে এ তথ্য জানান। তিনি বলেন, মঙ্গলবার সকাল থেকে বুধবার সকাল পর্যন্ত রাজধানীতে অভিযান চালিয়ে ওই ২১ জনকে গ্রেফতার করা হয়েছে।
ডিসি মাসুদ আরো বলেন, তাদের কাছ থেকে ৫৫০ গ্রাম হেরোইন, ৭৫ বোতল মদ, ৬৬ পিস ইনজেকশন, ১০,৬৬০ পিস ইয়াবা ও ৫ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
নিউজনেক্সটবিডি ডটকম/পিএসএস/এমএস/এসআই