রাজধানীতে ৩৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ঢাকা: রাজধানীর বিভিন্ন থানা এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৩৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিএমপি’র বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ।
বুধবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখার উপ-কমিশনার (ডিসি) মো. মাসুদুর রহমান নিউজনেক্সটবিডি ডটকমকে এ তথ্য জানান।
তিনি বলেন, ‘মঙ্গলবার সকাল ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।’
ডিসি মাসুদ জানান, অভিযানের সময় তাদের কাছ থেকে ১২০৪ পিস ইয়াবা ট্যাবলেট, ৪০ গ্রাম ১৫০ পুরিয়া হেরোইন, ২৪০ পিস ইনজেকশন, ১১৪ বোতল ফেন্সিডিল ও ৫ কেজি ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
সংশ্লিষ্ট থানায় গ্রেফতার মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা ও বিভিন্ন আইনি পদক্ষেপ নেয়ার পক্রিয়া চলছে বলে জানান ডিসি মাসুদ।
নিউজনেক্সটবিডি ডটকম/পিএসএস/এমএস/এসআই