রাজধানীতে ৩৮ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ঢাকা: ঢাকা মেট্রোপলিটন পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ৩৮ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। সোমবার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে থানা ও গোয়েন্দা পুলিশ।
ডিএমপি’র (মিডিয়া) সিনিয়র সহকারী কমিশনার এএসএম হাফিজুর রহমান জানান, বিশেষ অভিযানে গ্রেফতারকৃতদের কাছ থেকে ৩ লাখ ৪৯৪ পিস ইয়াবা ট্যাবলেট, ৬৭ গ্রাম ১০২ পুরিয়া হেরোইন, ৪৫ পিস ইনজেকশন, ৯৫ বোতল দেশি মদ ও ৫ কেজি ৪০০ গ্রাম গাঁজা পাওয়া গেছে। তবে তাদের পরিচয় সম্পর্কে এখনো ভালোভাবে নিশ্চিত হওয়া যায়নি বলেও জানান হাফিজুর রহমান।
নিউজনেক্সটবিডি ডটকম/আইকে/ওয়াইএ