রাজধানীতে ৫ ভুয়া ডিবি আটক

ঢাকা: রাজধানীর বিভিন্ন স্থান থেকে পাঁচ ভুয়া গোয়েন্দা পুলিশকে (ডিবি)আটক করেছে স্পেশাল ওয়েপন অ্যান্ড ট্যাকটিক্স (সোয়াট) টিম। রোববার সকালে ডিএমপির মিডিয়া শাখা থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার রাতে তাদেরকে আটক করা হয়েছে। আটককৃতদের কাছ থেকে পিস্তল ও রিভলবার উদ্ধার করা হয়েছে। দুপুরে সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানাবে পুলিশ।
নিউজনেক্সটবিডি ডটকম/পিএসএস/এমএস/এমআই