
ঢাকা: নাটক বা সিনেমার কোন গল্প নয়, এবার সত্যি রাজনীতির মাঠে দেখা যাবে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি’কে। ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের টিকিট নিতে মনোনয়ন পত্র জমা দিয়েছেন তিনি। তবে মনোনয়ন লাভে ব্যর্থ হন অভিনেত্রী।
বুধবার (১৫ জুন) সন্ধ্যায় আওয়ামী লীগের ধানমণ্ডিস্থ কার্যালয়ে এ মনোনয়ন পত্র জমা দেয়ার কথা সাংবাদিকদের জানিয়েছেন তিনি নিজেই। গত ২ মে সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনের এমপি ডাঃ ক্যাপ্টেন (অব.) মজিবুর রহমান ফকিরের মৃত্যুর পর আসনটি শূন্য হয়।
জ্যোতি বলেন, ‘এলাকাবাসী চান আমি যেন নির্বাচনে দাঁড়াই। তাই তাদের দাবির প্রতি সম্মান জানিয়ে রাজনীতিতে এসেছি। মনোনয়ন সংগ্রহ ও জমা দিয়েছি। আমি আমার এলাকার মানুষের জন্য কাজ করতে চাই। এখন বাকিটা দল ও সভানেত্রীর বিবেচনার ওপর নির্ভর করছে।’
১৮ জুলাই গৌরীপুর শূন্য আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। তফসিল ঘোষণার পর ইতোমধ্যে নৌকা প্রতীকের প্রত্যাশায় আওয়ামী লীগের ২২ প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা দিয়েছিলেন।
তবে ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে চূড়ান্ত টিকিট পেয়েছেন নাজিম উদ্দিন আহমেদ। তবে কি এখন থেকে নিয়মিত রাজনীতি মাঠে দেখা যাবে এই গুণী অভিনেত্রীকে।
নিউজনেক্সটবিডি ডটকম/এমআইআর/এসআই