
ঢাকা: রাজনীতি থেকে টাউট-বাটপার, চাঁদাবাজ, ধান্দাবাজ, প্রতারক, সুবিধাবাদি, চাটুকার এবং হঠাৎ করে আসা বসন্তের কোকিলদের হঠাতে হবে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, যারা রাজনীতিকে চাঁদাবাজির জন্য বেছে নিয়েছে তাদের রাজনীতি থেকে সরাতে হবে।
রোববার শেখ হাসিনার ৭০তম জন্মদিন উপলক্ষে শিক্ষা উপকরণ বিতরণ ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনা দেশের এতো উন্নয়ন করার পরেও কিছু কমতি রয়ে গেছে সেটা হলো মাদকের ছোবল। সারা দেশে মাদক ছড়িয়ে গেছে। ছোট ছোট বাচ্চারা মাদকে আসক্ত হয়ে পড়ছে। মাদকের ছোবল থেকে আমাদের দেশ, শিশু কিশোর ও যুবকদের রক্ষা করতে হবে।
তিনি নতুন প্রজন্মের প্রতি আহবান জানিয়ে বলেন, তোমরা কি সজীব ওয়াজেদ জয়কে চিনো? আওয়ামী লীগের নতুন নেতৃত্ব সজীব ওয়াজেদ জয়ের নেতৃত্বেই তোমাদের এগিয়ে যেতে হবে।
অনুষ্ঠানে নতুন প্রজন্মকে প্রযুক্তিবিদ হওয়ার আহবান জানিয়ে তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, তথ্য প্রযুক্তিতে আমাদের তুরুণ প্রজন্মকে এগিয়ে যেতে হবে।
তিনি আরো বলেন, যে কম্পিউটার দিয়ে মার্ক জুকারবার্গ ফেসবুক তৈরি করেছেন, বিল গেটস সফটওয়ার তৈরি করেছেন, আমাদের তরুণ প্রজন্মকে এর চাইতেও বড় প্রযুক্তি আবিষ্কারক হিসেবে দেখতে চাই।
শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রকিবুর রহমানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন মাহমুদ-উস-সামাদ চৌধুরী, সিরাজুল ইসলাম মোল্লা, সাইফুজ্জামান শিখর, রুহুল আমিন ও রকিবুর রহমান।
প্রতিবেদক: ইয়াসিন রানা, সম্পাদনা: জাহিদুল ইসলাম