
ঢাকা: রাজনৈতিক নেতৃবৃন্দের সম্মানে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শনিবার রাজধানীতে এক ইফতার মাহফিলের আয়োজন করেন।
রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে আয়োজিত এই ইফতার মাহফিলে বেগম খালেদা জিয়ার আমন্ত্রণে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যোগ দেন ।
ইফতারের ১৫ মিনিট আগে বেগম খালেদা জিয়া অনুষ্ঠানস্থলে আসলে উপস্থিত দলীয় নেতৃবৃন্দ তাকে স্বাগত জানান এবং তিনি রাজনৈতিক নেতাদের সঙ্গে কুশল বিনিময় করেন।
ইফতারের আগে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সুখ, শান্তি, উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট শরিকদের বাইরেও কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবীবুর রহমান তালুকদার এই ইফতার মাহফিলে যোগ দেন।
বিএনপির নেতাদের মধ্যে ইফতার মাহফিলে অংশ নেন- দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, তরিকুল ইসলাম, ব্যারিস্টার মুহাম্মদ জমির উদ্দিন সরকার, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আসম হান্নান শাহ, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল্লাহ আল নোমান, বেগম সেলিমা রহমান ও এনাম আহমেদ চৌধুরী।
এদিকে ইফতারে ২০দলীয় জোটের শরিকদের মধ্যে- এলডিপির সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, পিপলস পার্টির গরীবে নেওয়াজ, জাগপার শফিউল আলম প্রধান, জাতীয় পার্টি ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, জাতীয় পার্টি (জাফর) টিআইএম ফজলে রাব্বি, জামায়াত নেতা মুজিবুর রহমান, বাংলাদেশ ন্যাপের জেবেল রহমান গাণি, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি খন্দকার গোলাম মোর্তূজা ও লেবার পাটির্র মোস্তাফিজুর রহমান ইরান উপস্থিত ছিলেন।
ইফতার মাহফিলে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের সাবেক স্ত্রী বিদিশা উপস্থিত ছিলেন।
নিউজনেক্সটবিডি ডটকম/জাই