রাজবাড়ীতে ট্রাক চাপায় নিহত ২

রাজবাড়ী: রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কে একটি ভ্যানকে ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই ভ্যানচালক ও ভ্যানের ১ যাত্রী নিহত হয়েছেন।
সোমবার সকাল ৬ টার দিকে রাজবাড়ী জেলা সদরের মিজানপুর ইউনিয়নের বাগমারা কালার দোয়ার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-ভ্যান চালক সামাদ ব্যাপারী (৫০) ও যাত্রী রহিম সরদার (৬০)।
নিহত ভ্যান চালক সামাদ ব্যাপারী জেলা সদরের মিজানপুর ইউনিয়নের বাগমাড়া গ্রামের মৃত. রহিম ব্যাপারীর ছেলে ও ভ্যান যাত্রী রহিম সরদার একই ইউনিয়নের মর্জ্জোদকোল গ্রামের মৃত কবির সরদারের ছেলে।
পাংশা হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোঃ শাহাদাৎ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে নিউজনেক্সটবিডি ডটকম’কে জানান, নিহত দুই ব্যক্তির লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নিউজনেক্সটবিডি ডটকম/প্রতিনিধি/ওয়াইএ/এসআই