রাজশাহীতে গুলিবিদ্ধ বিকাশকর্মী রবিউলের মৃত্যু

রাজশাহী: রাজশাহী মহানগরীর কাপাশিয়া এলাকায় ছিনতাইকারীদের হাতে গুলিবিদ্ধ বিকাশকর্মী রবিউল ইসলাম (৪০) মারা গেছেন।
রোববার ভোর সাড়ে ৪টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেন রাজশাহীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমান উল্লাহ।
গুলিবিদ্ধ বিকাশকর্মী রবিউল ইসলাম রাজশাহী মহানগরীর মতিহার থানার কাজলা বৌবাজার এলাকার আবুল কাশেমের ছেলে।
ওসি বলেন, বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজশাহী মহানগরীর কাপাশিয়া এলাকায় দুই বিকাশ কর্মীকে গুলি করে ১২ লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায় ছিনতাইকারীরা। বুকের নিচে গুলি লাগা রবিউল ইসলামের অবস্থা আশঙ্কাজনক ছিলো।
নিউজনেক্সটবিডি ডটকম/প্রতিনিধি/এমএস