রাজশাহীতে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

রাজশাহী: মতিহার থানার আশরাফের মোড় এলাকায় পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’এক যুবক নিহত হয়েছেন। নিহতের পরিচয় পাওয়া যায়নি।
সোমবার রাত তিনটার দিকে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেন মহানগর পুলিশের মুখপাত্র সিনিয়র সহকারী কমিশনার ইফতে খায়ের আলম।
তিনি জানান, রাতে আশরাফের মোড় এলাকায় গোয়েন্দা পুলিশের একটি দল অভিযানে গেলে পুলিশকে লক্ষ্য করে সন্ত্রাসীরা গুলি চালায়। এসময় পুলিশও পাল্টা গুলি চালালে অজ্ঞাত ওই যুবক নিহত হন।
নিউজনেক্সটবিডি ডটকম/প্রতিনিধি/এমএস/এসআই