রাজশাহীতে ‘বন্দুকযুদ্ধে’ জেএমবি সদস্য নিহত

রাজশাহী: পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদিনের (জেএমবি) সদস্য জামাল উদ্দিন নিহত হয়েছেন।
সোমবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ফরাদপুর চাপড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জামাল উদ্দিন চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার লক্ষ্মীপুর কালিনগর গ্রামের তাবজুল হকের ছেলে।
পুলিশ জানায়, সোমবার রাত সাড়ে ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বাবুডাইং এলাকা থেকে জামালকে গ্রেফতার করা হয়েছে।তার স্বীকারোক্তি অনুযায়ী গোদাগাড়ীর ফরাদপুরে অভিযান চালানোর জন্য যাওয়ার সময় এই ক্রসফায়ারের ঘটনা ঘটে।
গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএস আবু ফরহাদ জানান, মঙ্গলবার ভোর ৫টার দিকে ময়নাতদন্তের জন্য জামালের মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে।
নিউজনেক্সটবিডি ডটকম/প্রতিনিধি/এমএস/এসআই