রাজশাহীতে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু

রাজশাহী: রাজশাহীর বাঘা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। রোববার দিবাগত রাতে উপজেলার সদর পৌরসভার মোরশেদপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত দম্পতির দুই মেয়ে আহত হয়েছেন।
নিহতরা হলেন- আবুল কালাম আবু (৫০) ও তার স্ত্রী আরিফা বেগম (৪৫)। আহতরা হলেন মৌসুমী খাতুন (২০) ও রুমা খাতুন (২২)।
এলাকাবাসী জানান, রোববার গভীর রাতে ঘর থেকে বের হয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন আবুল কালাম। এসময় তাকে বাঁচাতে তার স্ত্রী ও দুই মেয়েও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে প্রতিবেশীরা তাদের উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক স্বামী-স্ত্রীকে মৃত ঘোষণা করেন।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
গ্রন্থনা: মুরাদ হাসান, সম্পাদনা: প্রণব