
রাজশাহী: সরকার নির্ধারিত নতুন মজুরির দাবিতে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) রাজশাহীর কর্মচারীরা কর্মবিরতি পালন করছে। বিএডসি সপুরা কার্যালয়ে একত্রিত হয়ে রোববার সকালে তারা এ কর্মসূচি পালন শুরু করে।
কর্মচারী ইউনিয়নের সভাপতি আব্দুর রাজ্জাক গণমাধ্যমকে বলেন, “বিএডিসিতে কর্মরত মাস্টার রোলের কর্মচারীদের প্রতিদিনের মজুরি দুশো ৬০ টাকা থেকে বাড়িয়ে সরকার চারশো ৫০ টাকা নির্ধারণ করে। কিছুদিন থেকে এ মজুরি পরিশোধ করা হচ্ছিল কর্মচারীদের। এখন আবার আগের মতোই দুশো ৬০ টাকা করে মজুরি দেয়া হচ্ছে। এতে চিড়া দ্রব্যমূল্যের এ বাজারে সংসার চালাতে হিমশিম খাচ্ছে শ্রমিকরা।”
শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, সরকার সম্প্রতি যে মজুরি বৃদ্ধি করে চারশো ৫০ টাকা করে, এতে তারা সন্তুষ্ট ছিল। কিন্তু এখন বিএডসি কর্তৃপক্ষ সেই মজুরি দিতে চাচ্ছে না। তাদের অর্থ সঙ্কটের কারণে আগের মজুরি দুশো ৬০ টাকা করে দিচ্ছে। উল্লেখ্য, আগের মজুরির পরিবর্তে নতুন নির্ধারিত মজুরি দেয়ার জন্য শ্রমিকদের দাবি ছিল দীর্ঘদিনের।
শ্রমিকরা জানায়, কিন্তু বিএডিসি কর্তৃপক্ষ শ্রমিকদের দাবি না মানায় রোববার সকাল থেকে কর্মবিরতি শুরু করে তারা। বিএডিসির সপুরা কার্যালয়ে একত্রিত হয়ে শ্রমিকরা এ কর্মসূচি পালন করতে থাকে। এতে স্থবির হয়ে পড়েছে বিএডসির সকল ধরনের কার্যক্রম।
গ্রন্থনা ও সম্পাদনা: আবু তাহের