রাজশাহী সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত

রাজশাহী: গোদাগাড়ী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফের গুলিতে নাম কালাম আজাদ (৪৫) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। নিহত ব্যক্তির তার বাড়ি গোদাগাড়ী উপজেলার চর আষাড়িয়াদহ ইউনিয়নের কানাপাড়া গ্রামে।
বৃহস্পতিবার দিনগত গভীর রাতে সীমান্তের কাঁটাতারের বেড়ার কাছ থেকে কালামের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে এলাকাবাসী। পরে মরদেহটি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।
গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আবু ফরহাদ জানান, ভারতীয় সীমান্ত থেকে কালাম আজাদের বাড়ি প্রায় আধাকিলোমিটার দূরে। তিনি সীমান্ত পেরিয়ে গরু আনা-নেয়া করতেন। বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে অন্যদের সঙ্গে সীমান্তে গরু আনতে যান তিনি। এসময় বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি ছুঁড়লে অন্যরা পালিয়ে গেলেও বিদ্ধ হন আবুল কালাম আজাদ।
নিউজনেক্সটবিডি ডটকম/প্রতিনিধি/এমএস