
ঢাকা: চলচ্চিত্রের প্লেব্যাক গানে বেশ নিয়মিত হচ্ছে ব্যান্ড ‘চিরকুট’। তারই ধারাবাহিকতায় এবার মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘তুমি যে আমার’-ছবিতে গান করতে যাচ্ছে জনপ্রিয় ব্যান্ডদল ‘চিরকুট’।
এ বিষয়ে নিউজনেক্সটবিডি ডটকমকে রাজ জানান, সিনেমাটির একটি গানে পাওয়া যাবে চিরকুটকে। গানটি সুফি রক ধাঁচের। ছবিতে গানটির দুটি ভার্সন থাকবে। এতে একটা মেসেজ থাকবে— শক্রকে শত্রুতা না, বন্ধুত্ব দিয়ে কাছে টানতে হয়।’
কবির বকুলের লিখা এই গানটির সুর ও সঙ্গীতায়োজন করছে চিরকুট। এরই মধ্যে চিরকুটের স্টুডিওতে গানটির রেকর্ডিং শুরু হয়েছে । রোমান্টিকধর্মী ‘তুমি যে আমার’ ছবিটি প্রযোজনা করছে আরটিভি। ২০১৭ সালের প্রথম দিকে ছবিটির শুটিং শুরু হবে।
উল্লেখ্য, এর আগে ‘টেলিভিশন’, ‘পিঁপড়াবিদ্যা’, ‘আইসক্রিম’ ও সর্বশেষ ‘আয়নাবাজি’ ছবির গানে পাওয়া গেছে চিরকুটকে।
প্রতিবেদন: আসিফ আলম, সম্পাদনা: শিপন আলী