
ডেস্ক: গত মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জিতে নতুন রূপকথার জন্ম দিয়েছিলো লেস্টার সিটি। সেই রুপকথার মূল কারিগর ছিলেন ক্লদিও রানিয়েরি। তবে চলতি মৌসুমে ধারার উল্টো পথে লেস্টার। প্রিমিয়ার লিগে রেলিগেশন অঞ্চল থেকে মাত্র এক পয়েন্ট উপরে আছে বর্তমান চ্যাম্পিয়নরা। আর দলের এমন অবস্থায় ক্লদিও রানিয়েরিকে বরখাস্ত করেছে ক্লাব কর্তৃপক্ষ।
এক বিবৃতিতে লেস্টার কর্তৃপক্ষ জানায়, ‘আমাদের জন্য এটা কঠিন সিদ্ধান্ত ছিল। আমরা কখনোই আশা করিনি গত মৌসুমের অসাধারণ সেই কীর্তির পুনরাবৃত্তি হবে এবারও। প্রিমিয়ার লিগে টিকে থাকাটাই ছিল আমাদের প্রধান লক্ষ্য। সেই লক্ষ্য এখন কঠিন হয়ে দাঁড়িয়েছে। রানিয়েরি লেস্টারের জন্য যা করেছেন, সেজন্য তাকে আমরা ধন্যবাদ জানাই। আমরা সবসময়ই তার প্রতি কৃতজ্ঞ থাকবো।’
২০১৫ সালের জুলাইয়ে লেস্টারে যোগ দেন রানিয়েরি। গত মৌসুমে টাইটেল জিতিয়ে ক্লাবটিকে ১৩৩ বছরের ইতিহাসে সেরা মুহূর্তটি এনে দেন ৬৫ বর্ষী ইতালিয়ান কোচ। যেটা ২০১৬ সালের ফিফা বর্ষসেরা কোচের স্বীকৃতিও এনে দেয় রানিয়েরিকে। বর্ষসেরা ঘোষিত হওয়ার দুই মাসের মাথায় বরখাস্ত হতে হল।
প্রকাশ: তুহিন