
আজ এক ঐতিহাসিক দিন ব্রিটিশদের জন্য। কারন আজ ৯৩ বছর বয়সী রানী দ্বিতীয় এলিজাবেথ জাতির উদ্দেশ্য এক বিশেষ বার্তা দিবেন। রানী সাধারণত ক্রিসমাস উপলক্ষ্যে জনগনের সামনে ও নতুন বছরের প্রথম সংসদের অধিবেশনের শুরুতে কথা বলেন।
রানীর দীর্ঘ ৬৮ বছরের ক্ষমতাকালে এটা হবে জাতির উদ্দেশ্য দেয়া পঞ্চমবারের মতো বিশেষ বার্তা। পৃথিবীর সব বড় বড় মিডিয়াগুলো তাকিয়ে আছে রানীর ভাষনের দিকে। বাংলাদেশের কোন মিডিয়াতে কিছু চোখে পড়লো না। যাক, আসুন দেখে নেই, এক আগে কবে কবে তিনি বিশেষ বার্তা দিয়ে ছিলেন।

# ১৯৯১ সালে উপসাগরীয় যুদ্ধের সময় তিনি টেলিভিশনে বক্তব্য রেখেছিলেন
# ১৯৯৭ সালে যখন প্রিন্সেস ডায়না গাড়ি দূর্ঘটনায় মারা যান তার পরে
# ২০০২ সালে যখন রানীর মা মারা যায় তখন
# রানীর ক্ষমতায় আরোহনের ৬০ বৎসর পূর্তি উপলক্ষ্যে তিনি ২০১২ সালে বক্তব্য রাখেন জাতির উদ্দেশ্য।
# আর আজকের বক্তব্য হবে করোনায় যখন পুরো পৃথিবী হাবুডুবু খাচ্ছে তখন।