
ঢাকা: রামকৃষ্ণ মিশনের ধর্মগুরুকে ধর্মপ্রচারে নিষেধ করে কুপিয়ে হত্যার হুমকি দেওয়া হয়েছে। বুধবার সন্ধ্যায় হুমকি সম্বলিত একটি চিঠি মিশনে আসে বলে ওয়ারি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন রামকৃষ্ণ মিশনের ধর্মগুরুদের প্রধান।
ওয়ারি থানার ইন্সপেক্টর (তদন্ত) সুভাষ কুমার পাল নিউজনেক্সটবিডি ডটকমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাত ৯টার দিকে মিশনের ওই ধর্মগুরু হত্যার হুমকি পাওয়ার কথা জানিয়ে থানায় জিডিটি করেছেন।
চিঠির উপরের অংশে কম্পিউটার টাইপের মাধ্যমে ‘ইসলামিক স্টেট অব বাংলাদেশ, চান্দনা চৌরাস্তা ঈদগাঁও মার্কেট, গাজীপুর মহানগর’ লেখা রয়েছে।
ওয়ারি থানার উপ-পরিদর্শক মাহমুদুল হাসান জানান, চিঠিতে নির্দিষ্ট করে কারো নাম উল্লেখ করা হয়নি। তবে ধর্মগুরুদের উদ্দেশ্যে বলা হয় ‘বাংলাদেশ একটি ইসলামী রাষ্ট্র এখানে ধর্মপ্রচার করতে পারবি না। ধর্মপ্রচার করা হলে ২০ থেকে ৩০ তারিখের মধ্যে তোকে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করা হবে।’
রামকৃষ্ণ মিশনের ওই ধর্মগুরুর নামে আসা চিঠিটির খামের ওপরে প্রেরকের ঠিকানায় ‘এ বি সিদ্দিক, গাজীপুর, কিশোরগঞ্জ, ধানমন্ডি, ঢাকা রয়েছে।’ মাহমুদুল হাসান বলেন, থানায় জিডির পর রামকৃষ্ণ মিশনের নিরাপত্তা জোরদার করা হয়েছে। ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা মিশন পরিদর্শন করেছেন।
নিউজনেক্সটবিডি ডটকম/এমএস/এসআই