
ঢাকা: রামকৃষ্ণ মিশনের নিরাপত্তায় সরকারের নেয়া পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছেন ঢাকায় ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা। তিনি বলেন, মিশনের ধর্মগুরুকে হত্যার হুমকি দেয়ার পর বাংলাদেশ সরকার যে নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে তাতে আমরা কৃতজ্ঞ এবং সন্তুষ্ট। রোববার দুপুরে রামকৃষ্ণ মিশন পরিদর্শনের সময় সাংবাদিকদের এসব কথা বলেন হর্ষ বর্ধন শ্রিংলা।
ভারতীয় হাইকমিশনার বলেন, এখানকার কর্তৃপক্ষ শুধু ঢাকায় রামকৃষ্ণ মিশন নয়, বাংলাদেশের ৪০টি কেন্দ্রের লোকজনদের নিরাপত্তা দিতে সক্ষম। এ ব্যাপারে আমাদের আস্থা আছে। তিনি বলেন, হুমকির পর থেকে বাংলাদেশ সরকার ও মিশন কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে ভারতীয় হাইকমিশন। সন্ত্রাসবাদ দমনে বাংলাদেশ চাইলে যেকোনো ধরনের সহযোগিতায় প্রস্তুত আছে ভারত।
রামকৃষ্ণ মঠের অধ্যক্ষ ও মিশনের সম্পাদক স্বামী ধ্রুবেশানন্দ সাংবাদিকদের বলেন, ‘হুমকির পর থেকে মিশনের আশপাশে নিরাপত্তা বাড়ানো হয়েছে। পুলিশ জিজ্ঞাসাবাদের পর খাতায় নাম-পরিচয় লিপিবদ্ধ করে লোকজনের রামকৃষ্ণ মিশনে প্রবেশ করতে দিচ্ছে।
এর আগে শনিবার বিকালে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) যুগ্ম কমিশনার আব্দুল বাতেন সাংবাদিকদের বলেন, সম্প্রতি রামকৃষ্ণ মিশনসহ দেশের বেশ কয়েকটি ধর্মীয় উপাসানালয়ের পুরোহিতদের হত্যার হুমকি দেয়া হয়েছে। এসব ঘটনায় পার্শ্ববর্তী দেশ উদ্বেগও প্রকাশ করেছে। তাই শুধু হিন্দুধর্মের উপাসনালয়েই নয় সকল ধর্মীয় উপাসনালয়ের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
গত ১৫ জুন সন্ধ্যায় রাজধানীর রামকৃষ্ণ মিশন মঠের ধর্মগুরুকে ধর্ম প্রচারে নিষেধ করে চিঠির মাধ্যমে হত্যার হুমকি দেয়া হয়। এ ঘটনায় মিশনের গুরু মৃদুল মহারাজ ওয়ারি থানায় রাতেই একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
চিঠির উপরের অংশে কম্পিউটার টাইপের মাধ্যমে ‘ইসলামিক স্টেট অব বাংলাদেশ, চান্দনা চৌরাস্তা ঈদগাঁও মার্কেট, গাজীপুর মহানগর’ লেখা রয়েছে। আর খামের ওপরে প্রেরকের ঠিকানায় ‘এ বি সিদ্দিক, গাজীপুর, কিশোরগঞ্জ, ধানমন্ডি, ঢাকা লেখা ছিল।
নিউজনেক্সটবিডি ডটকম/পিএসএস/এসআই