
ঢাকা: রামপাল বিদ্যুৎকেন্দ্রকে পরিবেশবান্ধব উল্লেখ করে তা বাস্তবায়নের দাবি জানিয়েছে ন্যাপ ভাসানীসহ পাচঁটি রাজনৈতিক সংগঠন। বুধবার সকাল ১১টার দিকে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে ন্যাপ ভাসানী, গণসংগ্রাম পার্টি, বাংলাদেশ তফসিল জাতি ফেডারেশন, বাংলাদেশ বেকার পার্টি ও গণমোর্চা।
বক্তারা দাবি করেন, রামপাল বিদ্যুৎ প্রকল্প একটি পরিবেশবান্ধব প্রকল্প এবং এতে ব্যবহৃত কারিগরি সমিক্ষার তথ্যে আমরা আস্বস্ত। বক্তারা আরো বলেন, যদি বাগেরহাটে বিদ্যুকেন্দ্র হয় তাহলে দেশের দক্ষিণাঞ্চলে হাজার হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে এবং উন্নয়ন তরান্বিত হবে। তাই দেশে ক্রমবর্ধমান বিদ্যুৎ ঘাটতি মেটানোর জন্য সরকারকে অবশ্যই রামপাল বিদ্যুকেন্দ্র নির্মাণ করতে হবে।
‘কিন্তু এক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হল কিছু বামপন্থি রাজনীতিবিদ ও স্বঘোষিত বুদ্ধিজীবিরা। তারা তথ্য বিকৃত করে জনমনে রামপাল সম্পর্কে ভুল ধারণার সৃষ্টি করছে এবং সরকারকে নবায়নযোগ্য বিদ্যুৎখাতে ব্যাপক বিনিয়োগের পরামর্শ দিচ্ছে কিন্তু বাংলাদেশের আর্থিক ও কারিগরি দিক থেকে সেটা সম্ভব নয়।’
মানববন্ধনে ন্যাপ ভাসানীর চেয়ারম্যান বঙ্গদীপ এম এ ভাসানীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, গণমোর্চার উপদেষ্টা শফিউর রহমান খান বাচ্চু, বেকার পার্টির সভাপতি মো. হাসান, জাতীয় স্বাধীনতা পার্টির মহাসচিব মিজানুর রহমান মিজু, ন্যায় বিচার পার্টির সভাপতি হোসেন খান লিটন প্রমুখ।
প্রতিবেদন: ইয়াছিন রানা, সম্পাদনা: মাহতাব শফি