
ঢাকা: বিনা নোটিশে কারখানা বন্ধের প্রতিবাদে সড়ক অবরোধ করে রামপুরায় বিক্ষোভ করছিলো ‘লিরিক গার্মেন্ট ইন্ডাস্ট্রিজ’ নামের একটি কারখানার শ্রমিকরা। তাদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ ও টিয়ারসেল নিক্ষেপ করেছে পুলিশ। ওই ঘটনায় ৫ জন আহতের খবর পাওয়া গেছে।
বৃহস্পতিবার সকাল ৮টার দিকে কারখানা বন্ধের প্রতিবাদে ও বকেয়া বেতনের দাবিতে রাজধানীর রামপুরা এলাকায় সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি শুরু করেন গার্মেন্টস শ্রমিকরা। এ সময় রামপুরা হয়ে ডিআইটি রোড ও প্রগতি সরণিতে যান চলাচল বন্ধ হয়ে যায়।
পরে পুলিশ আন্দোলনকারীদের সঙ্গে কথা বলতে গেলে তারা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুঁড়তে শুরু করে। এ সময় পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দিতে লাঠিচার্জ ও টিয়ারসেল নিক্ষেপ করে। ওই ঘটনায় এ পর্যন্ত ৫ জন আহতের খবর পাওয়া গেছে। তারা হলেন- শিউলি (৩০), রহিমা (৩৫), রাসেল ইসলাম মামুন (২৪), নার্গিস (২১) ও ঝরনা (২২)। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া।
রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণয় কুমার সাহা বলেন, মোল্লা টাওয়ারের লিরিক গার্মেন্টের শ্রমিকরা এই আন্দোলন করছে। গত তিন দিন ধরেই তারা রাস্তায় নামার চেষ্টা করছিল। বারবার বুঝিয়ে তাদের আটকানো যায়নি। এক পর্যায়ে তারা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছুঁড়তে শুরু করে। ওই সময় পুলিশও তাদের ছত্রভঙ্গ করে দিতে লাঠিচার্জ ও টিয়ারসেল নিক্ষেপ করে। শ্রমিকদের হামলায় চারজন পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
প্রতিবেদন: প্রীতম সাহা সুদীপ, প্রকাশ: প্রণব