রামুতে বাসায় ঢুকে গুলি করে হত্যা

কক্সবাজার: জেলার রামু উপজেলার ঈদগড় ইউনিয়নে বাসায় ঢুকে মহিউদ্দিন (৪২) নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার ভোরে এ দুর্ঘটনা ঘটে। ঈদগড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবুল হাশেম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, ভোরে দুর্বৃত্তরা ওই ব্যক্তির ঘরে ঢুকে তাকে গুলি করে দ্রুত পালিয়ে যায়। গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলে সকাল ৮ টায় তিনি মারা যান।
তবে কে বা কারা কী কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা জানাতে পারেননি তিনি। পুলিশ জানায়, হত্যার রহস্য উদঘাটন ও দোষীদের ধরার চেষ্টা চলছে।
নিউজনেক্সটবিডি ডটকম/প্রতিনিধি/এমএস/এসআই