
আন্তর্জাতিক ডেস্ক । নিউজনেক্সট বিডি ডট কম
বাইডেন প্রশাসনের পৃথিবীতে ১০০টি দেশে নিষিদ্ধ ক্লাস্টার বোমায় (গুচ্ছ বোমা) ইউক্রেনে সরবরাহের ফলে বেসামরিক হতাহতের ঘটনা ঘটতে পারে, বুঝেই সাফাই গাওয়ার চেষ্টা করেছে পেন্টাগন। মার্কিন আন্ডার সেক্রেটারি অফ ডিফেন্স ফর পলিসি কলিন কাহল ভার্জিনিয়ায় ৭ জুলাই পেন্টাগনে সংবাদ ব্রিফিংয়ের সময় এ কথা বলেছেন। তিনি আরও বলেন, যুদ্ধক্ষেত্রে রাশিয়ার সাফল্যের আশঙ্কা গুচ্চ বোমার উদ্বেগের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।
ইউক্রেনের জন্য আরও ৮০০ মিলিয়ন ডলারের নিরাপত্তা সহায়তা প্যাকেজ অনুমোদনের সিদ্ধান্ত নিয়েছে হোয়াইট হাউস। যার মধ্যে এ ক্লাস্টার যুদ্ধাস্ত্র রয়েছে। উল্লেখ্য, গুচ্ছ বোমার অবিস্ফোরিত উপাদানগুলি যুদ্ধ শেষ হওয়ার পর বছরের পর বছর ধরে বেসামরিক নাগরিকদের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করে।
কলিন আরও বলেন, “আমি যে কারো মতো মানবিক পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন, তবে ইউক্রেনের বেসামরিকদের জন্য সবচেয়ে খারাপ জিনিসটি হল রাশিয়ার যুদ্ধে জয়লাভ করা।”