
ঢাকা: শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন রাষ্ট্রায়ত্ত কারখানাগুলোর এক ছটাক জায়গাও লিজ কিংবা বিক্রি করা হবে না। এসব খালি জায়গায় নতুন করে শিল্প কারখানা গড়ে তোলা হবে। মঙ্গলবার ইপিআই কার্যক্রমে মাঠ পর্যায়ের ব্যবহারের জন্য রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান এটলাস বাংলাদেশ লিমিটেড সংযোজিত ৫৬২টি মোটরবাইক হস্তান্তর অনুষ্ঠানে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এসব কথা জানিয়েছেন।
শিল্পমন্ত্রী বলেন, ‘স্বাধীনতা-উত্তর বঙ্গবন্ধু সকল কলকারখানা জাতীয়করণের মাধ্যমে জনগণের স্বার্থ সুরক্ষা করলেও পরবর্তীতে অন্যান্য সরকারের আমলে গোষ্ঠিস্বার্থে রাষ্ট্রায়ত্ত কারখানা ব্যক্তি মালিকানায় ছেড়ে দেয়া হয়েছে।’
আমির হোসেন আমু বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ইতোমধ্যে বাংলাদেশে বিস্ময়কর উন্নয়ন হয়েছে। এর ধারাবাহিকতা অব্যাহত রেখে ২০১৮ সালের মধ্যেই বাংলাদেশ মধ্যম আয়ের দেশে উন্নীত হবে। বঙ্গবন্ধুর সুখী-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন এখন বাস্তবায়নের দ্বারপ্রান্তে।’
তিনি জানান, বাংলাদেশকে দ্রুত শিল্পায়িত করার লক্ষ্য নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। বর্তমানে দেশে বিদেশি বিনিয়োগের উত্তম পরিবেশ বিরাজ করায় ইউরোপসহ উন্নত দেশের উদ্যোক্তারা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী হচ্ছে। তাদের বিনিয়োগ প্রত্যাশা মেটাতে সরকার নতুন নতুন অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলছে। পরিবেশবান্ধব শিল্পায়নের অঙ্গীকার বাস্তবায়নে সরকার সাভারে কেন্দ্রিয় বর্জ্য শোধনাগারসহ আধুনিক চামড়া শিল্পনগরি গড়ে তুলছে। সরকার যে কোনো মূল্যে হাজারিবাগ থেকে ট্যানারি স্থানান্তরে সক্ষম হবে।
স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. দীন মো. নূরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, সংসদ সদস্য রেজওয়ান আহম্মদ তৌফিক, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লাহ খান, বিএসইসি’র চেয়ারম্যান ইমতিয়াজ হোসেন চৌধুরী, স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ডা. হাবিব আবদুল্লাহ সোহেল ও এটলাসের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার আবুল কাশেম বক্তব্য রাখেন।
নিউজনেক্সটবিডি ডটকম/ডিএম/এমআই/এসজি