
ঢাকা: রাষ্ট্রায়ত্ত মালিকানাধীন তিন ব্যাংকে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ দেয়া হয়েছে। মঙ্গলবার অর্থমন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এই চিঠি পাঠায়।
ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান সূত্র জানান, কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ওবায়েদ উল্যাহ আল মাসুদকে সোনালী ব্যাংকে; আনসার, ভিডিপি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সামস উল ইসলামকে অগ্রণী ব্যাংকে এবং প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আতাউর রহমান প্রধানকে রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ দেয়া কথা উল্লেখ্য করা হয়েছে।
তিন বছরের জন্য এমডি নিয়োগ দেয়ার কথা উল্লেখ করে তিন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানকে উদ্দেশ করে পাঠানো চিঠিতে বলা হয়, ব্যাংক কোম্পানি আইন ১৯৯১ এর বিধান অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিয়ে ব্যাংকের পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী যথাযথ কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশ দেয়া হলো।
রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংক একের পর এক ঋণ জালিয়াতির ঘটনায় অভিযুক্ত এমডিকে বাংলাদেশ ব্যাংক অপসারণ করার পরই জটিলতার সৃষ্টি হয়। এরপর ভারপ্রাপ্ত এমডি করা হয় মিজানুর রহমান খানকে। কিন্তু দায়িত্ব নেয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ৩০ জুন তিনি দুর্নীতির দায়ে গ্রেফতার হন। পরে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক কাজী ছানাউল হককে সাময়িকভাবে ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি নিয়োগ দেয়া হয়। কিন্তু তাতেও সংকট কাটেনি। কারণ তিনি ঝুঁকির ভয়ে কোনো সিদ্ধান্ত নিচ্ছিলেন না।
সোনালী ব্যাংকের সাবেক এমডি প্রদীপ কুমার দত্ত ১৬ জুন অবসরে যাওয়ার পর ভারপ্রাপ্ত এমডির দায়িত্ব পালন অবস্থায় ব্যাংকটির ডিএমডি আতাউর রহমান প্রধানকে পদোন্নতি দিয়ে প্রবাসীকল্যাণ ব্যাংকের এমডি করা হয়। বর্তমানে ব্যাংকটির আরেক ডিএমডি দিদার আবদুর রব ভারপ্রাপ্ত এমডি।
রূপালী ব্যাংকের এমডি এম ফরিদউদ্দিনের মেয়াদ শেষ হয় ৭ জুলাই। ভারপ্রাপ্ত এমডির দায়িত্ব পালন করছেন একই ব্যাংকের ডিএমডি দেবাশীষ চক্রবর্তী।
তিন ব্যাংকের এমডিদের নাম চূড়ান্ত হওয়ার আগে এ বিষয়ে গঠিত সার্চ কমিটির সুপারিশ বিবেচনায় নেয় অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। এক ব্যাংকের জন্য তিনটি নামের তালিকা করে এবং সেখান থেকে একটি নামের অনুমোদন চেয়ে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ তা পাঠিয়ে দেয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে। প্রধানমন্ত্রীর কার্যালয় অনুমোদন দেয়ার পর তা ফিরে আসে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগে। বিভিন্ন পর্যায় সম্পন্ন করার পর আজ তিন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নিয়োগের বিষয়টি চূড়ান্ত হয়।
প্রতিবেদন: দেলোয়ার মহিন, সম্পাদনা: সজিব ঘোষ