
বাসচাপায় এক পা হারানো রাসেলকে প্রাথমিক ক্ষতিপূরণ হিসেবে ৫ লাখ টাকা দিয়েছে গ্রীন লাইন কর্তৃপক্ষ। আদালতের নির্দেশনা অনুযায়ী বুধবার এ অর্থ পরিশোধ করা হয়। তবে বাকি ৪৫ লাখ টাকা আগামী এক মাসের মধ্যে পরিশোধ করার নির্দেশ দিয়েছেন আদালত।
রাসেলের পা হারানোর ঘটনায় আইনজীবী উম্মে কুলসুমের করা এক রিটের প্রেক্ষিতে গত ১২ মার্চ হাইকোর্ট এক আদেশে দুই সপ্তাহের মধ্যে রাসেলকে ৫০ লাখ টাকা দিতে নির্দেশ দেন।
সেই সঙ্গে প্রয়োজন হলে তার পায়ে অস্ত্রোপচার এবং কাটা পড়া বাঁ পায়ে সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করে কৃত্রিম পা লাগানোর খরচ দিতে ওই পরিবহন কর্তৃপক্ষকে নির্দেশ দেয়া হয়।
প্রসঙ্গত, এপিআর এনার্জি লিমিটেডের মাইক্রোবাস চালাতেন রাসেল সরকার। ২০১৮ সালের ২৮শে এপ্রিল মেয়র হানিফ ফ্লাইওভারে গ্রিন লাইন পরিবহণের বাসচালক কবির পেছন থেকে কবিরের মাইক্রোবাসটিকে ধাক্কা দেয়। এতে, মাইক্রোবাস থেকে নেমে বাসের সামনে গিয়ে বাসচালক কবিরের কাছে ধাক্কা দেয়ার কারণ জানতে চান। এর জেরে দু’জনের মধ্যে কথা কাটাকাটি হয়। এর একপর্যায়ে কবির ইচ্ছা করেই রাসেলের পায়ের ওপর দিয়ে গাড়ি চালিয়ে দেন। সেখান থেকে রাসেল দ্রুত সরার চেষ্টা করলেও এক পা বাঁচাতে পারেননি রাসেল। এ ঘটনায়, গ্রিন লাইন পরিবহণের বাসচালক কবিরকে আসামি করে যাত্রাবাড়ী থানায় মামলা করেন রাসেলের ভাই আরিফ সরকার।